সেলফি তুলুন ভিভোর ২৪ মেগাপিক্সেল ক্যামেরায়

মোবাইল ফোন রিভিউ May 18, 2018 1,335
সেলফি তুলুন ভিভোর ২৪ মেগাপিক্সেল ক্যামেরায়

এই প্রথম ২৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার ফোন আনলো ভিভো। মডেল ভিভো এক্স২১আই। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও ৯০%। ফোনটি চীনের বাজারে অবমুক্ত করা হয়েছে।


ফোনটিতে মিডিয়াটেক হেলিও পি ৬০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে আছে ৬.২৮ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x২২৮০ পিক্সেল। এর স্ক্রিন টু বডি রেশিও ১৯:৯।


বেজেললেস ডিসপ্লের ফোনটির ওজন ১৫৯ গ্রাম। দুইটি র‌্যাম ভার্সনে ফোনটি পাওয়া যাচ্ছে। এগুলো হলো ৬ জিবি র‌্যাম/৬৪ জিবি এবং ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম।


ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সম্বলিত ফোনটিতে ১২ মেগাপিক্সেলের দুইটি রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সেলফি ক্যামেরা ২৪ মেগাপিক্সেলের। এই ফোনের ক্যামেরায় আর্টিফিসিয়াল ইন্টেলেজেন্সি ব্যবহার করা হয়েছে।


ফোনটি অ্যানড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেম চালিত। এর ব্যাটারি ৩৪২৫ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের। ফোনটির মূল্য ৪২৫ ডলার।