এলজির নতুন একটি ফোনের তথ্য ও ছবি ফাঁস হয়েছে। এটি এলজি ভি ৩৫ থিঙ্ক। এতে কোয়ালকমের সর্বাধুনিক প্রসেসর এবং ডুয়েল লেন্সের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। শিগগিরই ফোনটি বাজারে আসার কথা রয়েছে।
বেজেললেস ডিসপ্লের এই ফোনটিতে রয়েছে ৬ ইঞ্চির কিউএইচডি প্লাস ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ২৮৮০x১৪৪০ পিক্সেল। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯।
৬ জিবি র্যামের এই ফোনটিতে ১২৮ জিবি রম ব্যবহার করা হয়েছে। অ্যানড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে ১৬ মেগাপিক্সেলের দুইটি রিয়ার ক্যামেরা আছে। সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের।
সব মিলিয়ে ফোনটিতে ৪০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এলজির নতুন এই ফোনটিতে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারে ব্যাটারি ব্যবহার করা হয়েছে।