২৫ হাজার টাকায় ডেলের নতুন ল্যাপটপ

কম্পিউটার রিভিউ May 16, 2018 2,302
২৫ হাজার টাকায় ডেলের নতুন ল্যাপটপ

মাত্র ২৫ হাজার ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে ডেলের নতুন ল্যাপটপ। এটি ইন্সপায়রন সিরিজের ল্যাপটপ। মডেল ইন্সপায়রন ৩৫৫২।


কালোর রঙের এই ল্যাপটপটিতে রয়েছে ইনটেল সেলেরন এন৩০৬০ মডেলের প্রসেসর। প্রসেসরের ক্লক স্পিড ১.৬ গিগাহার্জের।


কাজ সম্পাদনের জন্য ল্যাপটপটিতে রয়েছে ৪ জিবি র‌্যাম। স্টোরেজের জন্য রয়েছে ৫০০ জিবি হার্ডডিস্ক।


ডিভিডি রিরাইটেবল ডিস্ক সমৃদ্ধ ল্যাপটপটিতে ১৫.৬ ইঞ্চির এইচডি এলইডি ডিসপ্লে। ল্যাপটপটির সঙ্গে আকর্ষণীয় উপহার রয়েছে।