১)ডেনমার্কের রাজধানীর নাম কী?
__কোপেনহেগেন
২)সর্বাধিক ভাষার দেশের নাম কী?
__পাপুয়া নিউগিনি
৩) ১ মাত্র ভাষার দেশের নাম কী?
__উত্তর-কোরিয়া
৪)শ্বেত হাতির দেশ"হিসেবে খ্যাত কোন দেশ?
__থাইল্যান্ড
৫) ১৯১৮ সালের পূর্বে রাশিয়ার নাম কী ছিল?
__সেন্ট পিটার্সবার্গ
৬)উইনস্টল চার্চিল কোন দেশের প্রধানমন্ত্রী.ছিলেন?
__যুক্তরাজ্যের
৭)মুহাম্মদ গাদ্দাফি কত বছর লিবিয়ার ক্ষমতায় ছিলেন?
__৪২বছর
৮) NASA" কত সালে প্রতিষ্ঠিত হয়?
__১৯৫৮ সালে।
৯)আমেরিকার স্বাধীনতা কত সালে ঘোষণা করা হয়?
__১৭৭৬ সালে
১০)সমুদ্রের বধূ"নামে কোন দেশ পরিচিত?
__গ্রেট ব্রিটেন