ঝটপট ত্বক উজ্জ্বল করবে আলুর যে ফেসপ্যাক

রূপচর্চা/বিউটি-টিপস May 11, 2018 1,546
ঝটপট ত্বক উজ্জ্বল করবে আলুর যে ফেসপ্যাক

ঝটপট ত্বকে সজীবতা নিয়ে আসতে চাইলে আলু দিয়ে তৈরি করে নিন ফেসপ্যাক। এটি ত্বক নিয়ে আসবে উজ্জলতা। পাশাপাশি দূর হবে বলিরেখা।


যেভাবে তৈরি ও ব্যবহার করবেন ফেসপ্যাক

১ স্লাইস আলু, ১ স্লাইস শসা, ১ স্লাইস লেবু একসঙ্গে ব্লেন্ড করে নিন। মিহি পেস্ট তৈরি হলে ১ চিমটি হলুদ মেশান। এবার ব্রাশের সাহায্যে মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহার করুন ফেসপ্যাকটি।


কেন ব্যবহার করবেন আলু ও শসার ফেসপ্যাক?

- আলুর ব্লিচিং উপাদান ত্বকের দাগ দূর করে।


- ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়ে আসে আলু।


- ব্রণ ও বলিরেখা দূর করে।


- ত্বকের রোদে পোড়া দাগ দূর করে।


- লোমকূপের ভেতর থেকে ময়লা দূর করে সজীব ও স্নিগ্ধ রাখে ত্বক।