মুখের দাগ দূর করতে জাদুকরি ফেস প্যাক

রূপচর্চা/বিউটি-টিপস August 4, 2018 3,056
মুখের দাগ দূর করতে জাদুকরি ফেস প্যাক

মুখে অনেক সময় ব্রণ বা ফুসকুড়ি ইত্যাদি হলে চলে যাওয়ার পর বাজে দাগ হয়ে যায়। এই বাজে দাগ অনেক সময় স্থায়িত্ব হয়ে যায়। যার ফলে মুখ দেখতে অনেক বাজে লাগে । আর এজন্য নিজের মুখের দাগ নিয়ে অনেক কথাও শুনতে হয়। তবে এর থেকে রক্ষা পেতে একটি জাদুকরী প্যাকের কথা জানাচ্ছি।


* এক টেবিল চামচ গুঁড়া দুধ

* কুঁচো করে কাটা মাঝারি সাইজের একটি শসা

* এক টেবিল চামচ মিষ্টি দই


প্রথমে এইসব উপাদান ভাল করে ব্লেন্ড করে নিন। এরপর মুখ ভাল করে পরিষ্কার পানিতে ধুয়ে মুছে শুকিয়ে নিন।


এরপর মাস্কের মতো উক্ত মিশ্রিত উপাদানটুকু বাম বা ডান হাতের তর্জনী, মধ্যমা এবং অঙ্গুরীয় আঙুলের মাধ্যমে আলতো করে ঘষে লাগিয়ে দিন দাগযুক্ত স্থানগুলোতে লাগান। একই সাথে অন্যান্য স্থানেও লাগান।


প্যাকটি লাগানো শেষ হলে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলে শুকনো নরম কাপড় দিয়ে মুছে ফেলুন।


এই প্যাকটি সপ্তাহে ৫ দিন করে টানা দুইমাস ব্যবহার করলে অবাঞ্ছিত দাগ দূর হওয়ার পাশাপাশি আপনার ত্বক হবে উজ্জ্বল ও মসৃণ।