![সৌন্দর্যচর্চায় সরিষা তেলের ৫ অভিনব ব্যবহার !](https://bdup24.com/thumb.php?src=media/2018/11/janabd-c57ba9ee71dbabc62c820ac4504f4cec.jpg&w=144&h=96)
![ত্বকের উজ্জ্বলতা বাড়াবে আলু](https://bdup24.com/media/2018/07/janabd-10ec77fb512899574dd4287ae81171ca.jpg)
নিজেকে সুন্দর দেখাক কে না চায়। ত্বকে ও চোখের নিচের কালো দাগ তুলতে ও ত্বক উজ্জ্বল করতে কত কিছুই না করে থাকেন আপনি। তবে রুপচর্চায় শসার ব্যবহার বেশি হয়ে থাকে। তবে জানেন কি রুপচর্চায় আলুর জুড়ি নেই।
খুব সহজে আলু দিয়ে ত্বক উজ্জ্বল ও সুন্দর রাখতে পারেন আপনি। আলুতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স,পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস ও জিঙ্ক। এসব উপাদান প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে এবং কালো দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। এছাড়া চোখের নিচের কালো দাগ তুলতে আলোর জুড়ি নেই।
• আসুন জেনে নেই কীভাবে আলু দিয়ে নেবেন ত্বকের যত্ন. . .
আলু ও লেবুর রস
এক চা চামচ কুচি করা আলুর সঙ্গে আধা চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। মুখে লাগিয়ে রাখুন ১৫ থেকে ২০ মিনিট। এবার ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
আলু ও শসা
সমপরিমাণ কুচি করা আলু ও কুচি করা শসা মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন ২০ মিনিট। মুখ ধোয়ার পর অনেক বেশি ফ্রেশ দেখাবে।
আলু, টমেটো ও দুধের সর
এক চা চামচ কুচি করা আলু,এক চা চামচ টমেটো পেস্ট এবং আধা চা চামচ দুধের সর একসঙ্গে মিশিয়ে গলা ও মুখে ২০ মিনিট লাগিয়ে রাখুন। এরপর ভালো করে ধুয়ে ফেলুন।
আলু, কাঁচা দুধ ও মধু
এ ছাড়া আপনি মধু ব্যবহার করতে পারেন। এক টেবিল চামচ কুচি আলু,এক চা চামচ কাঁচা দুধ এবং আধা চা চামচ মধু ভালো করে মিশিয়ে মুখে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এই প্যাকটি শুষ্ক ত্বকের জন্য খুব উপকারী।
আলু, টমেটো ও টকদই
এক চা চামচ কুচি করা আলু, এক চা চামচ টমেটো পেস্ট এবং এক চা চামচ টকদই ভালো করে মিশিয়ে গলা ও মুখে ২০ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ভালো করে ধুয়ে ফেলুন।
আলু, টকদই ও হলুদ
এক চা চামচ কুচি আলু, এক চা চামচ টকদই এবং এক চিমটি হলুদ মিশিয়ে ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
![সৌন্দর্যচর্চায় সরিষা তেলের ৫ অভিনব ব্যবহার !](https://bdup24.com/thumb.php?src=media/2018/11/janabd-c57ba9ee71dbabc62c820ac4504f4cec.jpg&w=144&h=96)
![যে ১০ টি কারণে আপনার সৌন্দর্য বিনষ্ট হতে পারে](https://bdup24.com/thumb.php?src=media/2018/11/janabd-56fe5cab2db8309771845979917cd86f.jpg&w=144&h=96)
![শরীরের কালো দাগ দূর করতে কার্যকরী লেবু](https://bdup24.com/thumb.php?src=media/2018/08/janabd-144212f004f6dfb49a096ce90aaf5ca4.jpg&w=144&h=96)
![ছেলেদের চুল পড়ার কারণ ও করণীয়](https://bdup24.com/thumb.php?src=media/2018/08/janabd-418b4279d6baaf467727449b647507d2.jpg&w=144&h=96)
![মুখের দাগ দূর করতে জাদুকরি ফেস প্যাক](https://bdup24.com/thumb.php?src=media/2018/08/janabd-d21e57c18896f7a671e877fb588239b2.jpg&w=144&h=96)
![ব্রণ হলে যে ৫টি কাজ মোটেও করা যাবে না](https://bdup24.com/thumb.php?src=media/2018/07/janabd-aa2df372c0423574d8e6658675e0bb89.jpg&w=144&h=96)
![সুন্দর ত্বকের জন্য ভুলেও যে ৮ প্রসাধনী ব্যবহার করবেন না](https://bdup24.com/thumb.php?src=media/2018/07/janabd-ce21254dd4a3896852fdcb391311cbe0.jpg&w=144&h=96)
![অতিরিক্ত ঘাম হতে পারে যেসব মারাত্মক রোগের লক্ষণ](https://bdup24.com/thumb.php?src=media/2021/03/janabd-b21ab29d136b3172a2d34952c0938caa.png&w=144&h=96)
![যে ১০ লক্ষণে বুঝবেন আপনি ডায়াবেটিস আক্রান্ত](https://bdup24.com/thumb.php?src=media/2021/03/janabd-0f5f11318128225f5ae305bff7d67ba0.jpg&w=144&h=96)
![হার্ট অ্যাটাকের আগেই শরীরে যেসব লক্ষণ দেখা দেয়](https://bdup24.com/thumb.php?src=media/2021/03/janabd-ec27a7368c3b476de03d37bf85db033a.jpg&w=144&h=96)