দেশের বাজারে সেলফি ফোকাস নতুন দুই ফোন আনলো টেকনো মোবাইল। ফোন দুইটির মডেল টেকনো ক্যামন এক্স এবং ক্যামন এক্স পো। এর মধ্যে ক্যামন এক্স প্রো ফোনটিতে ২৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।
আজ বুধবার রাজধানীর একটি হোটেলে ফোন দুইটির আনুষ্ঠানিক উদ্বোধন ও বাজারে বিক্রির ঘোষণা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, ট্রানশান বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজয়ানুল হকসহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা।
রেজয়ানুল হক বলেন, ‘টেকনো মোবাইল ক্যামেরা কেন্দ্রীক ফোন বাজারে আনতে উদ্যোগী হয়েছে। এরই ধারাবাহিকতায় ক্যামন এক্স সিরিজের সেলফি কেন্দ্রীক দুইটি স্মার্টফোন বাজারে এলো। আশা করি নতুন এই ফোনটি দুইটি ক্রেতাদের চাহিদা পূরণ করবে।’
তিনি জানান, ক্যামন এক্স ফোনটিতে আছে ৬ ইঞ্চির ফুল এইচ ডিসপ্লে। ইনফিনিটি ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯।
৪ জিবি র্যামের এই ফোনটিতে ৬৪ জিবি বিল্টইন মেমোরি আছে। এতে অক্টাকোর প্রসেসর সংযোজন করা হয়েছে।
ফোনটিতে ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও ১৬ মেগা পিক্সেলের ব্যাক ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ব্যাকআপের জন্য এতে ৩৭৫০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।
এর অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড অরিও। সঙ্গে আছে টেকনোর নিজস্ব ইউজার ইন্টারফেস।
অন্যদিকে ক্যামন এক্স ফোনটিতে রয়েছে ৬ ইঞ্চির এইচডি ডিসপ্লে। এতে ২.৫ ডি কার্ভড গ্লাস রয়েছে। ৩ জিবি র্যামের এই ফোনটিতে ৩২ জিবি রম রয়েছে। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়িয়ে নেয়া যাবে।
ফোনটি পরিচালনার জন্য রয়েছে ২.০ গিগাহার্জের অক্টাকোর প্রসেসর। অ্যানড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেমের সঙ্গে ফোনটিতে টেকনোর নিজস্ব ইউজার ইন্টারফেস ব্যবহার করা হয়েছে।
ছবির জন্য ফোনটিতে আছে ২০ মেগাপিক্সেলের ডুয়েল ফ্লাশসমৃদ্ধ ফ্রন্ট ক্যামেরা। রিয়ার ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের।
ব্যাকআপের জন্য এতে ৩৭৫০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি আছে।
ক্যামন এক্সর মূল্য ১৭ হাজার ৯৯০ টাকা। ক্যামন এক্স প্রোর মূল্য ২২ হাজার ৯৯০ টাকা।