সাধারন জ্ঞানের আসর - ১৭৭তম পর্ব

সাধারণ জ্ঞান May 8, 2018 2,032
সাধারন জ্ঞানের আসর - ১৭৭তম পর্ব

বিশ্বের একমাত্র ভাষার দেশ হচ্ছে.?

_____উত্তর কোরিয়া।


বিশ্বের সর্ব্বোচ্চ ভাষার দেশ.?

_____পাপুয়া নিউগিনি।


গণপ্রজাতন্ত্রী চীনের প্রথম চেয়ারম্যানের নাম কি.?

_____মাও সেতুং।


জাতীয় বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়.?

_____১৯৯২ সালে।


কোন গাছকে স্বর্গীয় গাছ বলে.?

_____নারিকেল।


কোন গাছের বাতাস শোধন করার ক্ষমতা বেশী.?

_____আম গাছ।


কোন প্রাণীর দুধ সবচেয়ে বেশি মিষ্টি.?

_____হাতি।


কোন প্রাণীর দুধ মাটিতে পরার সাথে সাথে শক্ত হয়ে যায়.?

_____বাঘ।


কোন প্রানী জিহ্বা দিয়ে শুনে.?

_____সাপ।


শহীদ মিনারের স্থপতি কে.?

_____হামিদুর রহমান।


জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে.?

_____সৈয়দ মাইনুল হোসেন।


'নিশীত সূর্যের দেশ' বলা হয় কোন দেশকে.?

_____নরওয়ে।


সূর্যদয়ের দেশ বলা হয় কোন দেশকে.?

_____জাপান।


আমাদের জাতীয় দিবস/স্বাধীনতা দিবস হল.?

_____২৬ মার্চ।


আমাদের বিজয় দিবস হচ্ছে.?

_____১৬ ডিসেম্বর।