সবচেয়ে কম দামের একটি স্মার্টফোন আনলো জাপানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান প্যানাসনিক। এই ফোনটির মডেল পি ৯৫। ১ জিবি র্যামের এই ফোনটিতে বড় ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
ফোনটিতে আছে ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে। এতে ১৬ জিবি বিল্টইন মেমারি রয়েছে। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়িয়ে নেয়া যাবে।
ফোনটি পরিচালনার জন্য রয়েছে ১.৩ গিগাহার্জের কোয়াড-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর। ছবির জন্য সাশ্রয়ী দামের এই ফোনটিতে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সংযোজিত হয়েছে।
সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। উভয় ক্যামেরায় এলইডি ফ্লাশগান রয়েছে। ভালো ছবির জন্য ফোনটিতে জিরো শাটার নামের একটি বিশেষায়িত অ্যাপ আছে।
অ্যানড্রয়েড ৭.১.২ নুগাট অপারেটিং সিস্টেম ফোনটিতে ব্যাকআপের জন্য ২৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। যদিও ৫ ইঞ্চি ডিসপ্লের এই ফোনটিতে ব্যাটারির মিলিঅ্যাম্পিয়ার কিছুটা কম।
এতে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারির দরকার ছিল। ভারতের বাজার প্যানাসনিকের এই ফোনটি বিক্রি হচ্ছে ৩৯৯৯ রুপিতে।