শবে বরাতের রাতে ভাগ্য পরিবর্তন হয় কী?

ইসলামিক শিক্ষা May 2, 2018 1,858
শবে বরাতের রাতে ভাগ্য পরিবর্তন হয় কী?

প্রশ্ন: শবে বরাতের রাতে অথবা শবে কদরের রাত্রে তাকদীর পরিবর্তন হয় কী?


উত্তর: হাদিস শরীফে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম এরশাদ করেন, তাকদীর দোয়া ছাড়া কখনো পরিবর্তন হয় না। এজন্যই আমি বলেছিলাম, তাকদীর হলো একটা ম্যাপের মতো। তবে শবে বরাত কিংবা শবে কদরে তাকদীর নবায়ন হয় এরকম কোনও কথা বলা হয়নি।


বলা হয়েছে, আগামী বছরে কার কী রিযিক আসবে, কে মারা যাবে, কে জন্ম নিবে সব লেখা হয়। শরিয়তে শবে বরাতে তাকদীর পরিবর্তন হয় কিংবা নবায়ন হয় এ ধরনের কথা তো কোথাও বলা নেই। এ বিষয়টা আমাদের সমাজে একটি প্রচলিত ভুল।


তথ্যসূত্রঃ আরটিভি অনলাইন