কম দামি ফোন আনলো স্যামসাং। এটি জে সিরিজের ফোন। মডেল গ্যালাক্সি জে টু ২০১৮ এডিশন। সম্প্রতি ভারতের বাজারে ফোনটি অবমুক্ত করেছে স্যামসাং। দাম ৮ হাজার ১৯০ রুপি।
ফোনটিতে প্রিলোড করা আছে স্যামসাং মল। এতে ব্যবহার করা হয়েছে আর্টিফিসিয়াল ইন্টেলেজেন্সি।
৫ ইঞ্চি ডিসপ্লের এই ফোনটিতে সুপার অ্যামোলিড স্ক্রিন ব্যবহার করা হয়েছে। ফোনের ভেতরে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন কোয়াডকোর প্রসেসর। ২ জিবি র্যামের এই ফোনটিতে ১৬ জিবি রম রয়েছে। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।
ছবির জন্য আছে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। ব্যাকআপের জন্য এন্ট্রি লেভেলের এই ফোনটিতে ২৬০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি সংযোজন করা হয়েছে।