দেশের বাজারে নতুন ফোন আনলো টেকনো মোবাইল। এটি ক্যামন সিরিজের নতুন ফোন। মডেল ক্যামন এক্স প্রো। ফোনটির বিশেষত্ব হচ্ছে এতে ২৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহৃত হয়েছে। সেলফিপ্রেমীদের জন্য আদর্শ ফোন এটি।
ক্যামন এক্স পো ফোনটিতে আছে ৬ ইঞ্চির ফুল এইচ ডিসপ্লে। ইনফিনিটি ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯।
৪ জিবি র্যামের এই ফোনটিতে ৬৪ জিবি বিল্টইন মেমোরি আছে। এতে অক্টাকোর প্রসেসর সংযোজন করা হয়েছে।
ফোনটিতে ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও ১৬ মেগা পিক্সেলের ব্যাক ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
ক্যামন এক্স প্রো ছাড়াও টেকনো মোবাইল ক্যামন এক্স বাজারে ছাড়বে। এগুলো ৯ মে থেকে বাজারে পাওয়া যাবে। আগ্রহী ক্রেতারা ফোনটি কেনার জন্য ৩ মে থে প্রি-অর্ডার করতে পারবেন।
মোবাইল হ্যান্ডসেটের কোয়ালিটি নিয়ে গ্রাহকদের চিন্তামুক্ত রাখতে টেকনো মোবাইল তাদের প্রতিটি হ্যান্ডসেটে ১৩ মাসের ওয়ারেন্টি দিচ্ছে। এছাড়াও ১০০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো থাকছেই।