আসছে শক্তিশালী র‌্যামের নতুন নকিয়া ফোন

মোবাইল ফোন রিভিউ April 25, 2018 1,464
আসছে শক্তিশালী র‌্যামের নতুন নকিয়া ফোন

শক্তিশালী র‌্যামে আসছে নকিয়ার নতুন একটি ফোন। মডেল নকিয়া এক্স সিক্স। এটি এইচএমডি গ্লোবালের নতুন ফ্লাগশিপ। ফোনটি পাওয়া যাবে ৬ জিবি র‌্যামে।


১০ ডব্লিউ চার্জারকে উদ্ধৃত করে জিএসএম জানিয়েছে, নকিয়া এক্স সিক্স বাজারে আসছে আগামী শুক্রবার। এই ফোনটিতে বেজেললেস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের অ্যাকপেক্ট রেশিও ১৯:৯।


ফোনটিতে আছে ৫.৮ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। এই ফোনটিকে নকিয়া বলছে বেজেল ফ্রি ডিসপ্লের ফোন।


নকিয়ার নতুন ফোনটি দুইটি ভার্সনে পাওয়া যাবে। একটিতে থাকছে ৬ জিবি র‌্যাম এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬ চিপসেট। অন্য ভার্সনটিতে আছে ৪ জিবি র‌্যাম এবং হেলিও পি৬০ প্রসেসর।


অ্যানড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতেতে কার্ল জেইস লেন্স।


ফোনটির মূল্য হতে পারে ২৫০ ডলার।