হুয়াওয়ের অনার ১০ ফোনে থাকছে দুর্দান্ত সব ফিচার

মোবাইল ফোন রিভিউ April 23, 2018 1,629
হুয়াওয়ের অনার ১০ ফোনে থাকছে দুর্দান্ত সব ফিচার

সম্প্রতি মোবাইল হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে বাজারে এনেছে তাদের ফ্ল্যাগশিপ ফোন অনার ১০। ইতোমধ্যে ফোনটি চীনের বাজারে উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। খুব শিগগিরই অনার লাইন আপের নতুন এ সংস্করণ এশিয়া ও ইউরোপে আসবে বলে জানিয়েছে হুয়াওয়ে।


ফ্ল্যাগশিপ ক্যাটাগরির এই ডিভাইসটির মূল আকর্ষণ এর ক্যামেরা। এছাড়াও ফোনটিতে ব্যবহার করা হয়েছে হুয়াওয়ের নিজস্ব শক্তিশালী প্রসেসর ‘এএল-একুইপেড কিরিন ৯৭০’। ফোনটি পাওয়া যাবে ৬ জিবি র‌্যামে ৬৪ ও ১২৮ জিবি স্টোরেজে।


• অনার ১০ ফোনটিতে আরও যা থাকছে-


স্ক্রিন সাইজ: ৫.৮৪ ইঞ্চি এফএইচডি + ১৯:৯ অ্যাসপেক্ট রেশিও

রেজ্যুলেশন: ১০৮০ x ২২৮০ পিক্সেলস

রিয়ার ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল + ২৪ মেগাপিক্সেল এফ/১.৮ (ডুয়েল এলইডি ফ্লাশ)

ফ্রন্ট ক্যামেরা: ২৪ মেগাপিক্সেল, এফ/১.৬ অ্যাপারচার এর দুর্দান্ত লেন্স

অপারেটিং সিস্টেম: ইএমইউআই, এন্ড্রয়েড ৮.১

সিপিইউ: অক্টাকোর

র‌্যাম: ৬ জিবি

স্টোরেজ: ৬৪/১২৮ জিবি

ব্যাটারি: ৩৪০০ এমএএইচ, নন রিমুভ্যাবল

সিম কার্ড টাইপ: ডুয়েল ন্যানো-সিম, ৪জি

জিপিএস: সাপোর্টেড


দেখতে অনেকটা আইফোন এক্স এর মতো এই ফোনটির দাম আইফোন এক্স এর অর্ধেকেরও কম। ৪১৪ থেকে ৪৭৮ ডলার দাম রাখা হয়েছে ফোনটির।