দুর্দান্ত সেলফি ক্যামেরার ফোন আনছে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান। মডেল রেডমি ওয়াই টু। আগামী ৩১ মে মাসে ফোনটি বাজারে আসবে। এটি সাশ্রয়ী দামের ফোন।
৫.৭ ইঞ্চি ডিসপ্লের রেডমি ওয়াই টুতে থাকছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এর সেলফি ক্যামেরা ২০ মেগাপিক্সেলের।
শাওমির নতুন এই স্মার্টফোনে থাকছে অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৪৫০ চিপসেট। এরই সঙ্গে থাকছে অ্যানড্রয়েড ৮.০ ওরিও অপারেটিং সিস্টেম।
রেডমি ওয়াই টু ৪ জিবি র্যামে বাজারে পাওয়া যাবে। এতে রয়েছে ৩২ জিবি রম। যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ফোনের ইন্টার্নাল স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে।
ব্যাকআপের জন্য ফোনটিতে ৩,১০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফোনটি পাওয়া যাবে ২০ হাজার টাকায়।