দুর্দান্ত ফিচারে আসছে শাওমি সিক্স এক্স

মোবাইল ফোন রিভিউ April 20, 2018 2,262
দুর্দান্ত ফিচারে আসছে শাওমি সিক্স এক্স

এ মাসেই বাজারে আসছে শাওমি সিক্স এক্স। তিনটি আলাদা আলাদা ভার্সনে ফোনটি পাওয়া যাবে।দুর্দান্ত ফিচার সম্বলিত এই ফোনটির ফ্লাগশিপ ঘরানার। ফোনের ভার্সন অনুযায়ী এর দামও হবে ভিন্ন ভিন্ন। শাওমি ২৫ এপ্রিল বাজারে আনতে চলেছে শাওমি সিক্স এক্স। এই ফোনটি এ টু নামেও বাজারে পাওয়া যেতে পারে।


ফোনটিতে থাকছে উচ্চমানের সনি সেন্সর যুক্ত ২০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। শাওমির নতুন এই স্মার্টফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর। এর অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড ৮.১ ওরিও।


শাওমি সিক্স এক্স বেশ কয়েকটি ভার্সনে পাওয়া যাবে। এগুলো হলো- ৪ জিবি র‌্যাম ও ৩২ জিবি রম, দুই, ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম এবং ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম।