চুল পড়া বন্ধ করে ডিমের হেয়ার প্যাক

রূপচর্চা/বিউটি-টিপস April 15, 2018 2,168
চুল পড়া বন্ধ করে ডিমের হেয়ার প্যাক

চুলের যত্নে ডিমের হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন নিয়মিত। এটি চুল পড়া বন্ধ করার পাশাপাশি দূর করে খুশকি। চুলের বৃদ্ধি বাড়াতেও জুড়ি নেই ডিমের।


▶তৈলাক্ত চুলের যত্নে

একটি ডিম ভালো করে ফেটিয়ে আধা কাপ দইয়ের সঙ্গে মেশান। ১ টেবিল চামচ লেবুর রস দিয়ে নেড়ে নিন। মিশ্রণটি ব্রাশের সাহায্যে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। ৪৫ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এটি চুলের অতিরিক্ত তেলতেলে ভাব দূর করবে।


▶শুষ্ক চুলের সুরক্ষায়

একটি ডিম ফেটিয়ে দেড় টেবিল চামচ মধু ও ২ টেবিল চামচ অলিভ অয়েল মেশান। মিশ্রণটি চুলে আধা ঘণ্টা লাগিয়ে রেখে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। দূর হবে চুলের রুক্ষতা।


▶চুলের বৃদ্ধি বাড়াতে

২টি ডিম ফেটিয়ে ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল মেশান। মিস্রন্তু চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। চুলেও লাগান। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে কন্ডিশনার ব্যবহার করুন।


▶ভেঙে যাওয়া চুলের যত্নে

১টি ডিম ফেটিয়ে নিন। একটি কলা চটকে ডিম, ২ টেবিল চামচ মধু, ২ টেবিল চামচ দুধ ও দেড় টেবিল চামচ অলিভ অয়েল মেশান। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে রাখুন ১ ঘণ্টা। ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।


▶চুল পড়া বন্ধ করতে

১টি ডিম ফেটিয়ে আধা কাপ টক দই মেশান। মিশ্রণটি চুলে কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। চুল পড়া বন্ধ হবে।