৪ জিবি র‌্যামে এলো নকিয়া সিক্স

মোবাইল ফোন রিভিউ April 14, 2018 2,225
৪ জিবি র‌্যামে এলো নকিয়া সিক্স

৪ জিবি র‌্যামে এলো নকিয়া সিক্সের ২০১৮ এডিশন। ফোনটি অরিজিনাল ভার্সন ছিল ৩ জিবি র‌্যামের। নতুন এডিশনে র‌্যামের পাশাপাশি স্টোরেজও বাড়ানো হয়েছে। এতে আছে ৬৪ জিবি স্টোরেজ। প্রথম ভার্সনের মেমোরি ছিল ৩২ জিবি। ভারতের নকিয়া সিক্সের ২০১৮ ভার্সন বিক্রি হচ্ছে ১৮ হাজার ৯৯৯ রুপিতে।


নকিয়া সিক্সের ২০১৮ এডিশনে রয়েছে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর ব্যাটারি ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের।


ফোনটিতে কার্ল জেইসের অপটিক্স সংযোজন করা হয়েছে। এতে আছে ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আছে। ইউএসবি টাইপ সি পোর্ট সমৃদ্ধ এই ফোনটি অ্যানড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেম চালিত।


সাদা, সোনালী এবং নীল রঙে ফোনটি পাওয়া যাচ্ছে।