সাধারন জ্ঞানের আসর - ১৬৯তম পর্ব

সাধারণ জ্ঞান April 9, 2018 2,119
সাধারন জ্ঞানের আসর - ১৬৯তম পর্ব

পাখি নিয়ে কিছু গুরুত্বপুর্ণ তথ্যঃ

………………………………………………


১। বিশ্বের সবচেয়ে বড় শিকারি পাখি কোনটি?

উঃ ক্যানডোর।


২। বিশ্বের সর্ববৃহৎ পাখি কোনটি?

উঃ উট পাখি।


৩। সবেচেয় দ্রুততম পাখি কোনটি?

উঃ সুইফট বার্ড।


৪। সবচেয়ে ছোট পাখি কোনটি?

উঃ হামিং বার্ড।


৫। কোন পাখি বেশিক্ষণ উড়তে পারে?

উঃ পায়রা।


৬। স্কেভেনজিং পাখি বলা হয় কাকে?

উঃ কাক ও শকুন।


৭। কোন পাখি পাথর ও লোহার টুকরা খায়?

উঃ অস্ট্রিচ পাখি।


৮। কোন পাখি পেছন দিকে উড়তে পারে?

উঃ হামিং বার্ড।


৯। যে পাখি বাসা তৈরি করে না?

উঃ কোকিল।


১০। কোন পাখি আকাশে ডিম পারে এবং মাটিতে পড়ার আগে উড়তে পারে?

উঃ হোমা পাখি।