সাধারন জ্ঞানের আসর - ১৬৮তম পর্ব

সাধারণ জ্ঞান April 6, 2018 1,773
সাধারন জ্ঞানের আসর - ১৬৮তম পর্ব

***কত সালের মধ্যে বিশ্বকে এইডসমুক্ত করার অঙ্গীকার নেয়া হয়েছে?

_২০৩১ সালে।

.

***প্রথম এইডস সম্মেলন অনুষ্ঠিত হয় কবে?

_১৯৮৫ সালে।

.

***পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করে কারা?

_গ্রিক বিজ্ঞানীরা।

.

***ইন্টারনেট চালু হয় কত সালে।

_১৯৮২ সালে।

.

***বিশ্বখ্যাত নাট্যকার হেনরিক ইবসেন কোন দেশের নাগরিক?

_নরওয়ে।

.

***ইউকোস কি?

_রাশিয়ার বৃহত্তর তেল কোম্পানি।

.

***সাফারি ওয়ার্ল্ড পার্ক কোথায় অবস্থিত?

_থাইল্যান্ডের ব্যাংককে।

.

***আজাদা প্রাসাদ কোথায় অবস্থিত?

_পর্তুগালের লিসবনে।

.

***গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড এর উদ্ভাবক কে?

_স্যার হিউম বিভার।

.

***কোন দেশে কেন্দ্রীয় ব্যাংক নেই?

_আফগানিস্তানে।