তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি চার ক্যামেরার একটি ফোন বাজারে আনছে। মডেল এইচটিষি ইউ১২। সম্প্রতি এই ফোনটির তথ্য ও ছবি অনলাইনে ফাঁস হয়েছে। এটি এইচটিসির সর্বশেষ ফ্লাগশিপ ফোন।
সম্প্রতি চীনের একটি ওয়েবসাইটে এইচটিসি ইউ১২ এর ফ্রন্ট ও ব্যাক প্যানেলের ছবি প্রকাশিত হয়েছে। এছাড়াও এর কনফিগারেশন সম্পর্কে ধারণা পাওয়া গেছে।
এইচটিসির নতুন ফোনটিতে কোয়ালকমের সর্বাধুনিক প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৪৫ ব্যবহার করা হয়েছে। সাধারণ হাইএন্ড সিরিজের ফোনে এই ধরনের প্রসেসর ব্যবহার করা হয়।
ইয়াহু জানিয়েছে, এইচটি ইউ ১২ ফোনটির রিয়ারে সমান্তরালভাবে দুইটি ক্যামেরা থাকছে। একই ভাবে ফ্রন্ট প্যানেলেও দুইটি সেলফি ক্যামেরা থাকছে। এতে দুইটি ইয়ারপিস ব্যবহার করা হয়েছে।
এর মেইন ক্যামেরায় ডুয়েল এলইডি ফ্লাশগান থাকছে। রিয়ার প্যানেলে গোলকার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে।
ইনফিনিটি ডিসপ্লের এই ফোনটিতে নচ ফিচার নেই। তবে এর ডিসপ্লে ১৮:৯ অ্যাসপেক্ট রেশিও। অথার্ৎ এটি বেজেললেস ডিসপ্লের।
শোনা যাচ্ছে এইচটিসির নতুন ফোনটিতে ১২ ও ১৬ মেগাপিক্সেলের দুইটি রিয়ার ক্যামেরা ব্যবহৃত হচ্ছে। এতে সনির আইএমএক্স সেন্সর রয়েছে। ফোনটি অ্যানড্রয়েড অরিও অপারেটিং সিস্টেমে চলবে।