সাধারন জ্ঞানের আসর - ১৬৫তম পর্ব

সাধারণ জ্ঞান April 3, 2018 1,505
সাধারন জ্ঞানের আসর - ১৬৫তম পর্ব

®কোন দেশের কাছে সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে.?

রাশিয়া।

-

®ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলায় বক্তৃতা দেন.?

অধ্যাপক আবুল কাসেম।

-

®দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয়.?

টোকিও, জাপান।

-

®দেশের বাইরে দ্বিতীয় শহীদ মিনার নির্মিত হয়.?

কানাডাতে।

-

®বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী পরিচালক কে ?

অধ্যাপিকা হান্নানা বেগম।

-

®জাতিসংঘের সবচেয়ে ক্ষুদ্র সদস্য রাষ্ট্র কোনটি.?

মোনাকো।

-

®ওয়ার্ল্ড রিপোর্ট অনুসারে বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় শীর্ষে রয়েছে কোন দেশ.?

যুক্তরাষ্ট্র

-

®কোন সেক্টর কমান্ডারের সাংকেতিক নাম ছিল ‘টাইগার লিডার’.?

মীর শওকত আলী।

-

®বাংলাদেশে কত সনে ভ্যাট চালু হয়.?

১৯৯১

-

®এশিয়ার "গার্ডেন সিটি" বলা হয় কাকে.?

সিঙ্গাপুরকে।