কম দামে ভিভোর ফুল ভিউ ডিসপ্লের ফোন

মোবাইল ফোন রিভিউ April 1, 2018 1,967
কম দামে ভিভোর ফুল ভিউ ডিসপ্লের ফোন

যারা ফুল ভিউ ডিসপ্লের সাশ্রয়ী দামের ফোন খুঁজছেন তাদের জন্য সুখবর! চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান ভিভো বেজেললেস ডিসপ্লের মিড রেঞ্জের একটি ফোন আনছে।


মডেল ভিভো ওয়াই ৭১। সম্প্রতি এই ফোনটি চীনের মোবাইল ফোন সার্টিফিকেশন অথোরিটি টিইএনএএ-তে প্রদর্শন করা হয়।


ফোনটিতে আইফোন এক্স’র মত নচ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে আছে ৫.৯৯ ইঞ্চির ডিসপ্লে। এইচডি ডিসপ্লের রেজুলেশন ১৪৪০x৭২০ পিক্সেল।


মেটাল ইউনিবডি ডিজাইনে তৈরি ভিভোর নতুন ফোনটির পুরুত্ব ১৫৫.৮৭x৭৫.৭৪x৭.৮ মিলিমিটার। ওজন ১৫০ গ্রামস।


কম দামি ফোন হলেও এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। যা দিয়ে দ্রুতই ফোনটিকে আনলক করা যাবে।


ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪২৫ চিপসেট ব্যবহার করা হয়েছে। ৩ জিবি র‌্যামের ডিভাইসটিতে ৩২ জিবি রম রয়েছে।


ছবির জন্য আছে ১৩ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাকআপের জন্য এতে ৩২৮৫ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।


অ্যানড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটির মূল্য ১৭৫ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১৪ হাজার ৫২০ টাকা।