পায়ে হেঁটে পড়াতে আসেন কেন

শিক্ষক-ছাত্র কৌতুক March 31, 2018 2,411
পায়ে হেঁটে পড়াতে আসেন কেন

গৃহশিক্ষক : আমার সঙ্গে সঙ্গে বলো, ‘লেখাপড়া করে যে গাড়ি-ঘোড়া চড়ে সে’।


ছাত্র : স্যার, এই কথাটা ঠিক না।


শিক্ষক : কেন?


ছাত্র : কারণ, আপনি তো অনেক লেখাপড়া করেছেন! তাহলে প্রতিদিন পায়ে হেঁটে আমাকে পড়াতে আসেন কেন?