ডিএসএলআর ক্যামেরাকে হার মানাবে এই ফোন

মোবাইল ফোন রিভিউ March 28, 2018 2,543
ডিএসএলআর ক্যামেরাকে হার মানাবে এই ফোন

মোটো জি৫ সিরিজ স্মার্টফোন ক্রেতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল ফোনটি। কোম্পানির সাফল্য বাড়াতে আর মানুষের মধ্যে আরও সাড়া ফেলতে সম্ভবত আগামী মাসেই মুক্তি পেতে পারে মোটো জি৬, মোটো জি৬ প্লাস এবং মোটো জি৬ প্লে।


২২ মার্চ ‘টিনা’ নামক একটি চীনা ওয়েবসাইটে মোটো জি৬ বিক্রয় হতে দেখা গিয়েছে। ৫.৭ ইঞ্চি এইচডি ডিসপ্লে, কোয়ালকোম স্ন্যাপড্রাগন ৬২৬ এসওসি, ৩জিবি র‌্যাম, ৩২ এবং ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজ, ৩০০০ এমএএইচ ব্যাটারি, ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে এই ফোনে। এছাড়া ব্লুটুথ, জিপিএস, ৪জি এলটিই, ওয়াইফাই প্রভৃতি ফিচারও রয়েছে। তবে ফোনটির দামে প্রকাশ্যে আসেনি এখনও।


ইতিমধ্যে ফোনটির অনেক ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু মোটোরোলার অফিসিয়াল ওয়েবসাইটে এখনও পর্যন্ত ফোনটির কোনও তথ্য প্রকাশিত হয়নি।