এলো শাওমির ৮ জিবি র‌্যামের ‘আইফোন’

মোবাইল ফোন রিভিউ March 27, 2018 2,762
এলো শাওমির ৮ জিবি র‌্যামের ‘আইফোন’

অবশেষে বাজারে এলো চীনের জনপ্রিয় হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান শাওমির ৮ জিবি র‌্যামের ফোন। এটি শাওমি মি মিক্স টু এস। ডুয়েল ক্যামেরার এই ফোনটিতে ওয়ারলেস চার্জিং সুবিধা রয়েছে।


অত্যাধুনিক ফিচার আর সাধ্যের মধ্যে দাম৷ প্রধানত এই দুয়ের কারণেই বাজারে শাওমির ফোনের চাহিদা তুঙ্গে।


স্মার্টফোনের ডিসপ্লেতে সর্বপ্রথম নচ ফিচার আনে আইফোন। আইফোন এক্স-এ নচ ডিসপ্লে ব্যবহার করা হয়। এরপর এই ডিসপ্লে ফিচারটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে।


এরই ধারাবাহিকতায় মি মিক্স টু এস ফোনে নচ ফিচার নিয়ে এসেছে শাওমি। ফোনটিতে থাকছে এজ টু এজ ডিসপ্লে। এই ডিসপ্লেতে আইফোন এক্স’র মত নচ ডিজাইন করা হয়েছে।


ফোনটিতে কোয়ালকমের সর্বাধুনিক প্রসেসস স্ন্যাপড্রাগন ৮৪৫ ব্যবহার করা হয়েছে। এর ব্যাক সাইডে গ্লাস রয়েছে। মি মিক্স টুর ডিসপ্লে ৬ ইঞ্চির। এতে ১২ মেগাপিক্সেলের রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরা সংযোজন করা আছে।


১২৮ জিবি এবং ২৫৬ জিবির দু’টো আলাদা ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এই ফোন৷ ১২৮ জিবি স্টোরেদজে থাকবে ৬ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবিতে থাকবে ৮ জিবি র‍্যাম ৷


ব্যাকআপের জন্য ফোনটিতে ৩৩০০ এমএএইচ এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ভারতে এই ফোন পাওয়া যাবে ৩৫ হাজার ৯৯৯ রুপিতে।