চুল নিয়ে চিন্তা না করে, একটু যত্ন নিন, আর পরিবর্তন উপভোগ করুন। শুধুমাত্র দই দিয়েই সারাতে পারেন, চুলের সব সমস্যা।
জেনে নিন কীভাবে দই-এর ব্যবহার করবেন. . .
আধা কাপ টক দই ভালো করে ফেটে পেস্টে করুন। এর পর তা চুলে দিয়ে, চুল একটি টাওয়াল পেচিয়ে রাখুন। ২০ মিনিট পর চুল ভালো ভাবে শ্যাম্পু করে ফেলুন। এতে আপনার চুল হবে কোমল ও ঝলমলে। এটি সপ্তাহে ২ বার ব্যবহার করতে পারেন।
চুল সিল্কি করতে টক দই ও মধু একসাথে মিশিয়ে প্যাক তৈরি করতে হবে। ৩০ মিনিট রেখে চুল ধুয়ে নিলে, চুলের হারানো উজ্জ্বলতা ফিরে আসবে। সপ্তাহে ১ বার
একটি কলা চটকে নিন এতে এক কাপ টক দই ভালো করে মিশিয়ে পুরো চুলে লাগান। ২৫ মিনিট রেখে চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। ১০ দিনে ১বার।
দই, চুলের রুক্ষতা দূর করে, পুষ্টি জোগায়, পড়া কমে, চুল হয় ঘন-লম্বা-ঝলমলে ঠিক যেমনটি আপনি চান।