নতুন একটি ফোন বাজারে আনলো দক্ষিণ কোরিয়ার প্রযু্ক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। এটি গ্যালাক্সি জে সেভেন টু। জে সেভেনের উন্নত ভার্সন এটি।
হোম বাটন সমৃদ্ধ ফোনটিতে অক্টাকোর সিপিইউ সমৃদ্ধ এক্সিনোস সেভেন চিপসেট রয়েছে। এর সেলফি ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের।
অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে ৩ জিবি র্যাম ব্যবহার করা হয়েছে। স্টোরেজের জন্য আছে ৩২ জিবি রম। যা মাইক্রোএসডি কার্ডের মেমোরি ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।
ফোনটির প্রাইমারি ১৩ মেগাপিক্সেলের। সেলফি ক্যামেরাও ১৩ মেগাপিক্সেলের। এই ক্যামেরার অ্যাপারচার এফ/১.৯।
গ্যালাক্সি জে সেভেন টুতে রয়েছে ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের। ফোনটির মূল্য ২১৫ ডলার।