ভিভো'র ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার ফোন

মোবাইল ফোন রিভিউ March 25, 2018 2,093
ভিভো'র ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার ফোন

বড় ডিসপ্লের একটি ফোন আনলো চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। মডেল ভিভো ভি নাইন। ফোনটিতে অ্যাপলের আইফোনের মত লাইটিং ইফেক্টস রয়েছে। ভারতের বাজারে ফোনটি বিক্রি হচ্ছে ২৫ হাজার রুপিতে। অ্যামাজন ইন্ডিয়ায় অর্ডার করলেই মিলবে এই ফোন।


৪ জিবি র‌্যামের এই ফোনটিতে রয়েছে ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজ। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।


ফ্রন্ট ক্যামেরা কত মেগাপিক্সেল জানলে তো চমকেই উঠবেন। ফোনটিতে রয়েছে ২৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এর রিয়ার ক্যামেরা দুইটি। একটি ১৬ অন্যটি ৫ মেগাপিক্সেলের।


ভিভোর নতুন এই ফোনটিতে রয়েছে ৬.৩ ইঞ্চির এইচডি ডিসপ্লে।