❍ প্রকৃতির কন্যা বলা হয় কাকে?
__ জাফলং।
-
❍ সূর্যকন্যা বলা হয় কোন সমুদ্র সৈকতকে?
__ কুয়াকাটা।
-
❍ সূর্যকন্যা বলা হয় কোন গাছকে?
__ তুলা গাছে।
-
❍ পাহাড়ি কন্যা বলা হয় কোন জেলাকে?
__ বান্দরবন।
-
❍ হিমালয়ের কন্যা বলা হয় কোন জেলাকে?
__ পঞ্চগড়।
-
❍ বাংলাদেশের শীতল পানির ঝরনা কোথায়
অবস্থিত?
__ কক্সবাজার হিমছড়ি পাহাড়ে।
-
❍ বাংলাদেশের গরম পানির ঝরনা কোথায়
অবস্থিত?
__ সীতাকুন্ডের চন্দ্রনাথের পাহাড়ে।
-
❍ বাংলাদেশের একমাত্র জলপ্রপাতের নাম
কী ?
__ মাধবকুণ্ড।
-
❍ মাধবকুণ্ড বর্তমানের কী স্থাপন করা হয়েছে?
__ ইকোপার্ক।
-
❍ সের্ন্টমার্টিনের অপর নাম কী ?
__ নারিকেলের জিঞ্জিরা ।
-
❍ নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?
__ মেঘনা নদী।
-
❍ বাংলাদেশের দীর্ঘতম একক রেলসেতু
কোনটি?
__ হার্ডিঞ্জ সেতু,পাবনা।
-
❍ বাংলাদেশের বৃহত্তম লাইব্রেরির নাম কী?
__ পাবলীক লাইব্রেরি ।
-
❍ বাংলাদেশের প্রাচীনতম শহর কোনটি?
__ পুন্ড্রনগড় (মহাস্থানগড়) ।
-
❍ কক্সবাজাররের পূর্ব নাম কী?
__পালকিং