ফুল ভিউ ডিসপ্লে সম্বলিত কম দামি একটি ফোন আনলো আইটেল। মডেল আইটেল এস৪২। ফোনটিতে ৫.৬৫ ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯।
আইটেল মূলত চায়না ভিত্তিক ট্রানশান হোল্ডিংসের প্রতিষ্ঠান। বাংলাদেশ ভারত ছাড়াও আফ্রিকার বাজারে এই ফোনের বাজার রয়েছে।
সেলফি কেন্দ্রীক ফোন আইটেল এস৪২। এতে রয়েছে ৫.৬৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ছবির জন্য এতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। এতে ডুয়েল ফ্লাশ সমৃদ্ধ অটোফোকাস প্রযুক্তি ব্যকহার করা হয়েছে। সেলফি ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। এই ক্যামেরার অ্যাপারচার এফ/২.০।
৩ জিবি র্যামের এই ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪২৫ প্রসেসর সংযোজন করা হয়েছে। স্টোরেজের জন্য আছে ১৬ জিবি রম। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।
অ্যানড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেম চালিত ফোনটিতে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি আছে।