সাধারন জ্ঞানের আসর - ১৫৭তম পর্ব

সাধারণ জ্ঞান March 21, 2018 2,324
সাধারন জ্ঞানের আসর - ১৫৭তম পর্ব

ইংরেজি শিক্ষা কে প্রবর্তন করেন?

______@উলিয়াম কেরী।


প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কী?

______@বীরবল।


বাংলাদেশ কততম এভারেস্ট বিজয়ী দেশ.?

______@৬৭ তম।


হার্ডিঞ্জ ব্রিজ কোন জেলায় অবস্থিত.?

______@কুষ্টিয়া–পাবনা।


সুন্দরবন কোন দুটি দেশের মধ্যে বিস্তৃত.?

______@বাংলাদেশ–ভারত।


বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে.?

______@লুই আই কান।


মুক্তিযোদ্ধা সর্বপ্রথম নারী বীরপ্রতীক

খেতাব পান কে.?

______@ক্যাপ্টেন সেতারা বেগম।


বাংলাদেশে কাগজের নোট কয়টি.?

______@৯টি।


"সবার জন্য শিক্ষা" –এই স্লোগানটি আছে.?

______@২ টাকায়।


শীতকালে সাধারণত কোন মেঘে বৃষ্টি হয়.?

______@স্ট্র্যাটোকিউমুলাস।