![অনুমতি মিললো Oppo 5G ফোনের, জেনে নিন নাম ও ফিচার](https://bdup24.com/thumb.php?src=media/2019/03/janabd-e661d72fe343a0e5b902e113f596c4f3.jpg&w=144&h=96)
![মধ্যম বাজেটে ৪ জিবি র্যামের সেরা ৯টি স্মার্টফোন](https://bdup24.com/media/2018/03/janabd-c09a96f753270fa18ba9e61c943ff8c8.jpg)
র্যাম স্মার্টফোনের গুরুত্বপূর্ণ একটি ফিচার। শক্তিশালি র্যাম স্মার্টফোনে পর্যাপ্ত সংখ্যক অ্যাপস সক্রিয় রাখতে সহায়ক। র্যাম যত বেশি ততবেশি মসৃণ হয় স্মার্টফোনের কার্যক্রম। গেমিং এবং সার্ফিং এর জন্যও র্যাম বেশ সহায়ক। র্যামের সাইজ যত বড় হবে তত গেমস খেলা বা যে কোনো তৎপরতা আরো মসৃণ হয়ে আসবে। আসুন জেনে নেওয়া যাক সম্প্রতি বাজারে এসেছে এমন ৯টি স্মার্টফোনের কথা যেগুলোর দাম অল্প হলেও র্যাম বেশ বড়।
১. শাওমি রেডমি নোট ৫
ফোনটিতে আছে ৫.৯৯ ইঞ্চি ডিসপ্লে, ৩/৪জিবি র্যাম, ১২এমপি ও ৫ এমপি ক্যামেরা, কোয়লকম স্ন্যাপড্রাগন ৬২৫ ২.০ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর, অ্যান্ড্রয়েড ৭.১.২ নুগেট অপারেটিং সিস্টেম, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ৪০০০ এমএএইচ এর ব্যাটারি। বাংলাদেশে দাম পড়বে প্রায় ১৮ হাজার টাকা।
২. হুয়াওয়ে অনার ৭ এক্স
এতে আছে ৫.৯৩ ইঞ্চি ডিসপ্লে, ৪জিবি র্যাম, ১৬ এমপি+২এমপি ডুয়াল রিয়ার ক্যামেরা, ৮এমপি ফ্রন্ট ক্যামেরা, হাইসিলিকন কিরিন ৬৫৯ ২.৩ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর, অ্যান্ড্রয়েড ৭.০ অপারেটিং সিস্টেম, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ৩৩৪০ এমএএইচ ব্যাটারি। বাংলাদেশে ফোনটির দাম পড়বে প্রায় ২৫ হাজার টাকা।
৩. অনার ৯ লাইট
এতে আছে ৫.৬৫ ইঞ্চি ডিসপ্লে, ৩/৪ জিবি র্যাম, ১৩এমপি+২এমপি ডুয়াল রিয়ার ক্যামেরা, ১৩এমপি+ ২এমপি ডুয়াল ফ্রন্ট ক্যামেরা, অ্যান্ড্রয়েড ৮.০ ওরিও অপারেটিং সিস্টেম, হাইসিলিকন কিরিন ৬৫৯ ২.৩৬ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ৩০০০ এমএএইচ ব্যাটারি। বাংলাদেশে ফোনটির দাম পড়তে পারে প্রায় ২২ হাজার টাকা।
৪. ভিভো ভি ৭
এতে আছে ৫.৭ ইঞ্চি ডিসপ্লে, ৪জিবি র্যাম, ৩২ জিবি স্টোরেজ, ১৬ এমপি রিয়ার ক্যামেরা, ২৪ এমপি সেলফি ফ্রন্ট ক্যামেরা, অ্যান্ড্রয়েড ৭.১.২ নুগেট অপারেটিং সিস্টেম, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০ ১.৮ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৩০০০ এমএএইচ ব্যাটারি। বাংলাদেশে ফোনটির দাম পড়বে প্রায় ২৬ হাজার টাকা।
৫. নোকিয়া ৭
এতে আছে ৫.২ ইঞ্চি ডিসপ্লে, ৪/৬জিবি র্যাম, ১৬এমপি রিয়ার ক্যামেরা, ৫এমপি ফ্রন্ট ক্যামেরা, অ্যান্ড্রয়েড ৭.০ নুগেট অপারেটিং সিস্টেম, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৫০ ২.২ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ৩০০০ এমএএইচ ব্যাটারি। বাংলাদেশে ফোনটির দাম প্রায় ৩৫ হাজার টাকা।
৬. অনার ৯আই
এতে আছে ৫.৯ ইঞ্চি ডিসপ্লে, ৪জিবি র্যাম, ৬৪জিবি স্টোরেজ, ১৬এমপি+২এমপি ডুয়াল রিয়ার ক্যামেরা, ১৩এমপি+২এমপি ডুয়াল ফ্রন্ট ক্যামেরা, অ্যান্ড্রয়েড ৭.১ নুগেট অপারেটিং সিস্টেম, হাইসিলিকন কিরিন ৬৫৯ ২.৩ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৩৩৪০ এমএএইচ ব্যাটারি। বাংলাদেশে ফোনটির দাম পড়বে প্রায় ২৭ হাজার টাকা।
৭. মটোরোল মটো এক্স (২০১৭) ও ৮. এক্স ৪
ফোন দুটিতে আছে ৫.২ ইঞ্চি ডিসপ্লে, ৩/৪জিবি র্যাম, ১৩এমপি+৮এমপি ডুয়াল রিয়ার ক্যামেরা, ১৬এমপি ফ্রন্ট ক্যামেরা, অ্যান্ড্রয়েড ৭.১ নুগেট অপারেটিং সিস্টেম, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩০ ২.২ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৩০০০ এমএএইচ ব্যাটারি। দাম পড়বে, প্রায় ৩৮ হাজার টাকা।
৯. হুয়াওয়ে অনার ৯ ইয়ুথ
এতে আছে ৫.৬৫ ইঞ্চি ডিসপ্লে, ৩/৪ জিবি র্যাম, ডুয়াল ১৩এমপি+ ২ এমপি রিয়ার ক্যামেরা, অ্যান্ড্রয়েড ওএস ৮.০ ওরিও অপারেটিং সিস্টেম, হাইসিলিকন কিরিন ৬৫৯ ২.৩ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ৩০০০ এমএএইচ ব্যাটারি। দাম পড়বে প্রায় ২২ হাজার টাকা।
এই ফোনগুলো ২০১৭ সালের শেষদিকে বাজারে এসেছে। কোনো কোনোটি হয়তো এখনো বাংলাদেশের বাজারে আসেনি। তবে শিগগিরই চলে আসবে।
![অনুমতি মিললো Oppo 5G ফোনের, জেনে নিন নাম ও ফিচার](https://bdup24.com/thumb.php?src=media/2019/03/janabd-e661d72fe343a0e5b902e113f596c4f3.jpg&w=144&h=96)
![দেশের বাজারে স্বল্পমূল্যের শাওমির অ্যান্ড্রয়েড গো স্মার্টফোন](https://bdup24.com/thumb.php?src=media/2019/02/janabd-f699db7d43af85ec7ffa1dec06d16c55.jpg&w=144&h=96)
![কম দামে শীর্ষমানের স্মার্টফোন হুয়াওয়ে ওয়াই নাইন ২০১৯](https://bdup24.com/thumb.php?src=media/2018/11/janabd-6768ad2f2889683e5d95690305d65071.jpg&w=144&h=96)
![দেশের বাজারে অপোর নতুন স্মার্টফোন অপো এ৫](https://bdup24.com/thumb.php?src=media/2018/09/janabd-ca002440985a7a283c67c7303b5c4d64.jpg&w=144&h=96)
![বাংলাদেশের বাজারে তাক লাগানো স্মার্টফোন নিয়ে আসছে ভিভো](https://bdup24.com/thumb.php?src=media/2018/09/janabd-aad7b631d1b41fa90855a81f85296a5d.jpg&w=144&h=96)
![নকিয়ায় নতুন ফোনে ১০০ মেগাপিক্সেল ক্যামেরা](https://bdup24.com/thumb.php?src=media/2018/09/janabd-7c03748d871d002e93ee87cddd6e2189.jpg&w=144&h=96)
![স্যামসাংয়ের কম দামি ফোরজি ফোন বাজারে](https://bdup24.com/thumb.php?src=media/2018/08/janabd-bc1362606e1cf60fb814170c221a7555.jpg&w=144&h=96)
![২২ হাজার টাকায় আসুসের ল্যাপটপ](https://bdup24.com/thumb.php?src=media/2018/08/janabd-18161603dcdb61bc94139ce6e7e76419.jpg&w=144&h=96)
![বাজারের সেরা পাঁচ গ্যাজেট](https://bdup24.com/thumb.php?src=media/2018/08/janabd-73a00874d127d48262a9934fdc49bb51.jpg&w=144&h=96)
![অ্যান্ড্রয়েডের সেরা অফলাইন গেইম....](https://bdup24.com/thumb.php?src=media/2018/07/janabd-5408b1407c22522189bf41d988268d14.jpg&w=144&h=96)