সাধারন জ্ঞানের আসর - ১৫৬তম পর্ব

সাধারণ জ্ঞান March 14, 2018 2,165
সাধারন জ্ঞানের আসর - ১৫৬তম পর্ব

০১. নাসাউ কোন দেশের রাজধানী?

উত্তর: বাহামা দ্বীপপুঞ্জ।


০২. মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা কোনটি?

উত্তর: সনোরা লাইন।


০৩. কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল?

উত্তর: ৫১টি দেশ।


০৪. মোট কয়টি বিষয়ে নোবেল পুরস্কার দেয়া হয়?

উত্তর: ৬টি।


০৫. শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যানকারী একমাত্র ব্যক্তি কে?

উত্তর: লি ডাক থো।


০৬. ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি) এর সদর দপ্তর কোথায়?

উত্তর: জেদ্দা।


০৭. রেডক্রসের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: হেনরি ডুনান্ট।


০৮. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়?

উত্তর: ম্যানিলা।


০৯. আমেরিকার স্বাধিনতা ঘোষণা করা হয় কোন সালে?

উত্তর: ১৭৭৬ সালে।


১০. ‘হামস’ কোন দেশের সংগঠন?

উত্তর: ফিলিস্তিন।


১১. ‘অান্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা’-এর সদর দপ্তর কোথায়?

উত্তর: ভিয়েনা।


১২. আকুপাংচার হলো….

উ্ত্তর: চীন দেশীয় প্রাচীন চিকিৎসা পদ্ধতি।


১৩. ইউরোপীয় ইউনিয়নের সদর দফতর কোথায়?

উত্তর: ব্রাসেলস-এ।


১৪. ‘ব্ল্যাক ক্যাট’ কোন দেশের কমান্ডো বাহিনী?

উত্তর: ভারতের।


১৫. ‘যুদ্ধই জীবন যুদ্ধই সার্বজনীন’-এটি কার উক্তি?

উত্তর: হিটলারের।