শক্তিশালী ব্যাটারি নতুন একটি ফোন এনেছে চীনের হুয়াওয়ে। মডেল হুয়াওয়ে ওয়াই নাইন্ এই ফোনটির বিশেষত্ব হচ্ছে এতে দুইটি সেলফি ক্যামেরা রয়েছে।
মধ্যম ঘরানার এই ফোনটিতে থাইল্যান্ডের বাজারে ছেড়েছে হুয়াওয়ে। এটি চীনসহ অন্যান্য দেশে পাওয়া যাবে কি না সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি হুয়াওয়ে।
হুয়াওয়ের নতুন এই ফোনটিতে রয়েছে ৫.৯৩ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। ফুল এইচডি ডিসপ্লের রেজুলেশন ১০৮০x২১৬০ পিক্সেল।
ফোনটির মধ্যে রয়েছে কিরিন ৬৫৯ প্রসেসর। ৩ জিবি র্যামের এই ফোনটিতে ৩২ জিবি রম রয়েছে। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়িয়ে নেয়া যাবে।
ছবির জন্য আছে ১৩ এবং ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ১৬ মেগোপিক্সেলের রিয়ার ক্যামেরা।
৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির এই ফোনটি অ্যানড্রয়েড অরিও অপারেটিং সিস্টেম চালিত।