ত্বকের নানাবিধ সমস্যার সমাধান করতে পারে মসুর ডাল। রোদে পোড়া দাগ দূর করা থেকে শুরু করে বলিরেখাহীন ত্বকের জন্য নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এই উপাদান। মসুর ডাল গুঁড়া করে মুখবন্ধ বয়ামে সংরক্ষণ করতে পারেন। প্রয়োজন মতো ফেসপ্যাকে ব্যবহার করতে পারবেন এটি। জেনে নিন মসুর ডালের কয়েকটি ফেসপ্যাক সম্পর্কে।
ফেসপ্যাক ১
মসুর ডাল সারারাত পানিতে ভিজিয়ে রেখে পরদিন বেটে নিন। ১/৩ কাপ কাঁচা দুধ মিশিয়ে ত্বকে মযাসাজ করুন। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। ত্বক নরম ও উজ্জ্বল হবে। দূর হবে রোদে পোড়া দাগও।
ফেসপ্যাক ২
১ টেবিল চামচ মসুর ডাল গুঁড়ার সঙ্গে ২ টেবিল চামচ দুধ, কয়েক ফোঁটা নারকেল তেল ও ১ চিমটি হলুদ গুঁড়া মেশান। মিশ্রণটি গলা ও মুখের ত্বকে ম্যাসাজ করুন। ২ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি ডেইলি ফেসওয়াশ হিসেবে ব্যবহার করেত পারেন। তবে আপনার ত্বক তৈলাক্ত হলে নারকেল তেল দেবেন না।
ফেসপ্যাক ৩
৫০ গ্রাম মসুর ডাল সারারাত পানিতে ভিজিয়ে রেখে পরদিন পেস্ট করে নিন। ১ চা চামচ কাঁচা দুধ ও ১ চা চামচ আমন্ড অয়েল মেশান। ফেসপ্যাকটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের শুষ্কতা দূর করবে। পাশাপাশি দূর করবে ত্বকের দাগ।
ফেসপ্যাক ৪
মসুর ডাল গুঁড়া করে শসার রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। ত্বকে ঘষে ঘষে লাগান। কিছুক্ষণ পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের মরা চামড়া দূর করার পাশাপাশি ত্বক টানটান রাখবে।
ফেসপ্যাক ৫
১০০ গ্রাম মসুর ডাল, ৫০ গ্রাম চন্দন ও কমলার খোসা দুধে ভিজিয়ে রাখুন ৮ ঘণ্টা। সব একসঙ্গে বেটে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে হালকা হাতে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক নিয়মিত ব্যবহারে ত্বক উজ্জ্বল হবে।