এক দিন বসে

শিক্ষক-ছাত্র কৌতুক March 8, 2018 2,464
এক দিন বসে

কম্পিউটার স্যার : বাসায় প্রতিদিন ল্যাপটপে বসে ইডিটিং শিখতে বলেছিলাম, বসো তো?


ছাত্র : এক দিন বসে আর বসিনি, স্যার।


স্যার : কেন?


ছাত্র : এক দিন বসেই পরদিন এইটা রিপেয়ার করতে দিয়ে আসছি। বুঝেনই তো, আমার ওজন ৭৫ কেজি।