নতুন কাপড় না ধুয়ে পরলে নামাজ হবে?

ইসলামিক শিক্ষা March 8, 2018 3,397
নতুন কাপড় না ধুয়ে পরলে নামাজ হবে?

প্রশ্ন : নতুন জামা কাপড় বা নতুন চাদর বাজার থেকে কেনার পর সেই জামা কাপড় না ধুয়ে নামাজ পড়া যাবে কি না? যেহেতু নামাজ পড়তে হলে পবিত্র জামাকাপড় লাগবে।


উত্তর : আপনি যখন কোনো নতুন জামা কাপড় বা চাদর কিনবেন বা কোনো পোশাক কিনবেন, তখন তাতে যদি সুস্পষ্টভাবে বাহ্যিক কোনো নাপাকি বা নাপাক বস্তু না থাকে এবং সব দিক থেকে আপনি পরিচ্ছন্ন দেখেন, তাহলে সেটা পবিত্র।


এর জন্য আপনার আর ধোয়ার প্রয়োজন নেই। অর্থাৎ নতুন কাপড় কিনে ধুতে হবে, এটা শর্ত নয়। তাই ওই কাপড় না ধুয়েও আপনি সালাত আদায় করতে পারবেন। সালাত আদায় করা জায়েজ রয়েছে। আর যদি আপনার মন চায় যে আপনি ধুয়ে নেবেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয় হতে পারে।


তবে যেহেতু এ ক্ষেত্রে শরিয়তের বিধান হচ্ছে পবিত্রতা আসল, সেক্ষেত্রে আপনি এটাকে পবিত্র মনে করতে পারেন। এতে কোনো অসুবিধা নেই, যতক্ষণ পর্যন্ত আপনি তাতে নাপাক কোনো বস্তু না দেখবেন। আর নাপাক বস্তু দেখলে তো অবশ্যই আপনাকে ধুয়ে পরিষ্কার করতে হবে।


সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন