অপোর ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার ফোন

মোবাইল ফোন রিভিউ March 1, 2018 2,487
অপোর ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার ফোন

২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার ফোন আনছে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান অপো। মডেল অপো আর১৫। বেশি মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার পাশাপাশি এই ফোনটিতে শক্তিশালী ব্যাটারি রয়েছে। এতে আছে ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।


অপোর নতুন ফ্লাগশিপ ফোনটিতে ৫.৫ ইঞির ফুল এইচডি অ্যামোলিড ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x১৯২০ পিক্সেল।


ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৭০ চিপসেট ব্যবহার করা হয়েছে। দুইটি ভার্সনে ফোনটি পাওয়া যাবে। একটিতে থাকছে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম। অন্যটিতে রয়েছে ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রম। উভয় ফোনের মেমোরি ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।


অ্যানড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে দুইটি রিয়ার ক্যামেরা রয়েছে। একটি ১৬ অন্যটি ২০ মেগাপিক্সেলের। সেলফি ক্যামেরা ২০ মেগাপিক্সেলের।