শক্তিশালী ব্যাটারির ফোন এনেছে আসুস

মোবাইল ফোন রিভিউ February 28, 2018 2,656
শক্তিশালী ব্যাটারির ফোন এনেছে আসুস

শক্তিশালী ব্যাটারির নতুন একটি ফোন এনেছে আসুস। মডেল আসুস জেনফোন ম্যাক্স(এমওয়ান। এই ফোনটিতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফোনটির আরেকটি বিশেষত্ব হচ্ছে এটি স্লিম বেজেল ডিসপ্লে ডিজাইনে তৈরি।


আসুসের নতুন ফোনটিতে রয়েছে ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১৪৪০x৭২০ পিক্সেল। ফোনটির ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। এর স্ক্রিন টু বডি রেশিও ৮৩%।


৩ জিবি র‌্যামের এই ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪২৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্টোরেজের জন্য আছে ৩২ জিবি ইনবিল্ট মেমোরি।


ছবির জন্য আসুস জেনফোন ম্যাক্স (এমওয়ান) ফোনটিতে আছে এফ/২.০ অ্যাপারচার সমৃদ্ধ ১৩ ও ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। ফ্রন্ট শুটারে ১২০ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করা হয়েছে।


অ্যানড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে ডুয়েল সিম কার্ড স্লট রয়েছে।