ঝলমলে চুল পাওয়ার প্রাকৃতিক উপায়

রূপচর্চা/বিউটি-টিপস February 27, 2018 2,202
ঝলমলে চুল পাওয়ার প্রাকৃতিক উপায়

সুন্দর ত্বক পেতে যেমন ত্বকের যত্ন নিতে হয় তেমনি সুস্থ, সুন্দর ও ঝলমলে চুল পেতে হলে পরিচর্যা দরকার হয়। সুন্দর ড্রেস আর জুতার সঙ্গে নিজেকে সাজাতে ঝলমলে ও সুন্দর চুলের জুড়ি নেই। চুল বাধা সুন্দর হলে আপনাকে দেখতে সুন্দর লাগবে। সুন্দর চুলের আকাঙ্ক্ষা কার নেই বলুন। তবে বিভিন্ন কারণে চুল মলিন হয়ে পড়তে পারে।


চুলের উজ্জ্বলতা ফেরাতে বেছে নিতে পারেন কিছু প্রাকৃতিক উপায়। আসুন জেনে নেই ঝলমলে চুল পাওয়ার প্রাকৃতিক উপায়।


ডিম

ডিমের গুণাগুণ সম্পর্কে আমরা কমবেশি সবাই জানি। ডিম হচ্ছে প্রোটিন সমৃদ্ধ খাবার। চুলের যত্নে ডিম খুব কার্যকরী। ডিমের সাদা অংশের সঙ্গে লেবু মিশিয়ে চুলে লাগিয়ে ১৫-২০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। উপকার পাবেন।


নারকেল তেল

সেই আবহমানকাল থেকেই বিশেষ করে নারীরা চুলের যত্নে নারকেলের তেল ব্যবহার করে আসছেন। এছাড়া শরীরের মরা চামড়া উঠাতে এই তেল ব্যবহার করা হয়। প্রাকৃতিকভাবে চুল স্ট্রেইট এবং ঝলমলে করতে নারকেল তেলের জুড়ি নেই। সপ্তাহে অন্তত একদিন নারকেল তেলের সঙ্গে লেবু মিশিয়ে চুলে লাগান। এক ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।


পাকা কলা

পাকা কলা খেতে কম বেশি সবাই পছন্দ করেন। তবে কলা চুলে মাখলে বেশ উপকার পাওয়া যায়। আপনি জানেন কি পাকা কলা চটকে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি পায়।


এলোভেরা

এলোভেরার রসের সঙ্গে নারকেল তেল ও লেবু মিশিয়ে ব্যবহার করলে উপকার পাবেন আশা করি।