উজ্জ্বল-দাগহীন ত্বকের যাদু

রূপচর্চা/বিউটি-টিপস February 22, 2018 1,778
উজ্জ্বল-দাগহীন ত্বকের যাদু

খুব সহজে ঘরে নিয়মিত মাত্র একটি মাস্ক মেখেই আমরা পেতে পারি কাঙ্ক্ষিত মসৃণ, উজ্জ্বল, দাগহীন ত্বক।


আর এজন্য আমাদের প্রয়োজন জিলেটিন ১চা চামচ, দুধ ৩চা চামচ, লেবুর রস আধা চা চামচ।


যা করতে হবে, লেবুর রস জিলেটিন ও দুধ একসঙ্গে মিশিয়ে করে ১৫ সেকেন্ড মাইক্রোওয়েভ ওভেনে গরম করুন। এবার মিশ্রণটি কিছুটা ঠাণ্ডা করে ত্বকে লাগিয়ে নিন। লক্ষ্য রাখুন এটি যেন চোখ ও ভ্রুতে না লাগে। ‍ ১৫ মিনিট অপেক্ষা করে ত্বকে মিশ্রণটি শুকিয়ে নিন।


এবার ধীরে ধীরে মাস্কটি ত্বক থেকে তুলে ফেলুন। এটি শুধু আমাদের ত্বক মসৃণই করে না ত্বকের গভীরে জমে থাকা ময়লা, অবাঞ্চিত লোম, ব্লাকহেডস ও ডেডসেল দূর করে আমাদের দেবে ফর্সা, উজ্জ্বল, দাগহীন মসৃণ ত্বক।


দেরি নয়, আজই ট্রাই করুন!