কে সবচেয়ে অলস?

শিক্ষক-ছাত্র কৌতুক February 20, 2018 3,426
কে সবচেয়ে অলস?

শিক্ষক : আমি ঠিক করেছি, তোমাদের মধ্যে সবচেয়ে অলস যে, তাকে পড়া দিতে হবে না। কে সবচেয়ে অলস?


বিল্টু বাদে সবাই হাত তুলল।


শিক্ষক : তুমি হাত তুলছ না কেন?


বিল্টু : স্যার, হাত তুলতে কষ্ট হয়!