স্বল্পদামে আরেকটি দুর্দান্ত স্মার্টফোন নিয়ে এল অপ্পো

মোবাইল ফোন রিভিউ February 16, 2018 2,044
স্বল্পদামে আরেকটি দুর্দান্ত স্মার্টফোন নিয়ে এল অপ্পো

অপ্পো এ ৭১ নামে স্বল্প দামের আরেকটি দুর্দান্ত স্মার্টফোন নিয়ে আসল চীনা স্মার্টফোন কম্পানি অপ্পো। আসুন জেনে নেওয়া যাক ফোনটির ফিচার।


ডিসপ্লে- ৫.২ ইঞ্চি, ৭২০x১২৮০ পিক্সেল, ১৬:৯ রেশিও


অপারেটিং সিস্টেম- অ্যান্ড্রয়েড ৭.১ নুগেট।


প্রসেসর- কোয়ালকম এসডিএম৪৫০ স্ন্যাপড্রাগন ৪৫০, অক্টাকোর ১.৮ গিগাহার্টজ কর্টেক্স-এ৫৩।


মেমোরি- ২ বা ৩ জিবি র‌্যাম এবং ১৬ জিবি স্টোরেজ।


ক্যামেরা- ১৩ মেগাপিক্সেল, এফ/২.২ অ্যাপারচার এর রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল, এফ/২.৪ অ্যাপারচার এর ফ্রন্ট ক্যামেরা।


ব্যাটারি- ৩০০০ এমএএইচ।


ভেরিয়েন্ট- সোনালি, কালো, রোজ গোল্ড


দাম

ফোনটির দাম রাখা হয়েছে ১৩০ ইউরো। বাংলাদেশে পড়বে ১৬,৯৯০ টাকা।