অ্যালকাটেলের নতুন ফোনের তথ্য ফাঁস

মোবাইল ফোন রিভিউ February 2, 2018 1,334
অ্যালকাটেলের নতুন ফোনের তথ্য ফাঁস

অ্যালকাটেলের আপকার্মিং স্মার্টফোন অ্যালকাটেল ফাইভের তথ্য ও ছবি অনলাইনে ফাঁস হয়েছে। এছাড়াও ফোনটির একটি ভিডিও প্রকাশিত হয়েছে।


জনপ্রিয় লিকস্টার রোনাল্ড কুয়ান্ট সম্প্রতি টুইটারে এই ফোনটির তথ্য, ছবি এবং ভিডিও ফাঁস হয়েছে।


ফাঁস হওয়া তথ্য মতে, অ্যালকাটেলের ফ্লাগশিপ ডিভাইস হবে ফাইভ মডেলটি। এতে থাকছে ৫.৭ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। এতে এইচডি রেজুলেশন পাওয়া যাবে।


ফোনটিতে রয়েছে মিডিয়াটেক এমটি৬৭৫০ চিপসেট এবং এইট কর্টেক্স এ৫৩ সিপিইউ। যার ক্লকস্পিড ১.৫ গিগাহার্জ।


৩ জিবি র‌্যামের এই ফোনটিতে ৩২ জিবি র‌ম থাকছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ থাকছে।


ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সম্বলিত এই ফোনটিতে ১২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।


ফোনটি অ্যানড্রয়েড অরিও অপারেটিং সিস্টেমে চলবে। ব্যাকআপের জন্য এতে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। কানেকটিভিটির জন্য আছে ইউএসবি টাইপ সি পোর্ট।


ফোনটির প্রত্যাশিত মূল্য ২৩০ ইউরো।