১০ জিবি র‍্যামের শক্তিশালী স্মার্টফোন আনছে ভিভো

মোবাইল ফোন রিভিউ January 30, 2018 1,446
১০ জিবি র‍্যামের শক্তিশালী স্মার্টফোন আনছে ভিভো

চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো এক্সপ্লে ৭ মডেলের নতুন একটি স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করছে। সম্প্রতি ঘোষণা দেওয়া এক্স২০ প্লাসের মতো এই ফোনটিতেও ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। তবে ফোনটির আরও একটি বড় আকর্ষণ হবে এর ১০ গিগাবাইট র‍্যাম।


ফোনরাডার নামের একটি ওয়েবসাইট ফোনটির এসব ফিচার প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ফোনটিতে ব্যবহার করা হবে ৪কে রেজ্যুলেশনের এজ টু এজ ডিসপ্লে যার স্ক্রিন টু বডি রেশিও হবে ৯২.৯ শতাংশ।


স্মার্টফোনটিতে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট। ১০ গিগাবাইট র‍্যামের ফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে বাজারে আসতে পারে। এর একটি হবে ২৫৬ গিগাবাইট এবং অপরটি ৫১২ গিগাবাইট স্টোরেজ সমৃদ্ধ। জানা গেছে ফোনটিতে দুটি রিয়ার ক্যামেরা থাকবে যাতে পাওয়া যাবে ৪এক্স জুম।


এর বাইরে নিরাপত্তা ফিচার হিসেবে থাকতে পারে ফেস আনলক ২.০। তবে স্মার্টফোনটির বিষয়ে এখনও কিছু জানায়নি ভিভো।