-সভ্যতায় সুমেরীয়দের অবদান- লিখন পদ্ধতি
-কোন সভ্যতায় প্রথম চাকার ব্যবহার প্রচলন হয়? - সুমেরীয় সভ্যতায়।
-অ্যাশেরীয়দের অবদান- সমরবাদী, যুদ্ধবিদ্যা, অস্ত্র ও হাতিয়ার তৈরি
-সভ্যতায় ক্যালেডীয়দের অবদান- ব্যাবিলনের শূন্য (ঝুলন্ত) উদ্যান তৈরি
-ব্যাবিলনের শূন্য উদ্যান তৈরি করেন- রাজা নেবুচাঁদনেজার
-ক্যালেডীয়দের প্রধান দেবতার নাম- জুপিটার
-'ফারাও' বলা হতো- প্রাচীন মিসরীয় রাজাদের
-পাল তোলা জাহাজ আবিস্কার করেন- মিসরীয়রা
-'মিসর নিল নদের দান' উক্তিটি- ইতিহাসের জনক হেরোডোটাসের
-মিসরের সবচেয়ে বড় পিরামিড- ফারাও খুফুর পিরামিড
-মিসরীয়দের প্রাচীন লিখন পদ্ধতির নাম- হায়ারেগিফিক
সূত্র :বাংলা উইকিপিডিয়া