ত্বক দাগহীন রাখার উপায়

রূপচর্চা/বিউটি-টিপস January 28, 2018 1,326
ত্বক দাগহীন রাখার উপায়

দাগহীন ত্বক সবারই কাম্য। কিন্তু নানা কারণেই দাগ পড়তে পারে আমাদের ত্বকে। মুখে দাগ হলে তা আমাদের সৌন্দর্যহানির কারণ হয়ে দাঁড়ায়। আর তাইতো এই দাগ দূরতে নানা রকম উপায় খুঁজে বের করি। ব্রণ, মেছতা, চোখের নিচের কালো দাগ দূর করার রয়েছে ঘরোয়া কিছু উপায়। চলুন জেনে নেয়া যাক. . .


ব্রণের কালো দাগ দূর করতে :

*কাঁচা ব্রণে সমপরিমাণ লবঙ্গ, তুলসীপাতা, নিমপাতা, পুদিনাপাতা একসঙ্গে পেস্ট করে কিছুক্ষণ লাগিয়ে রাখলে সেখানে দাগ হবে না।


*শুষ্ক ত্বকের ব্রণের দাগ দূর করতে লবঙ্গ তেল খুব উপকারী।


*ব্রণ শুকিয়ে যাওয়ার পর মুখে চিনি আর দারুচিনি বাটা একসঙ্গে পেস্ট করে লাগাতে পারেন। লবঙ্গ বা দারুচিনি ত্বকে লাগানোর পর একটু জ্বালা করবে, এতে কোনো ক্ষতি নেই।


মেস্তার দাগ দূর করতে :

*অ্যালোভেরা জেল বের করে ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখতে পারেন।


*তালমাখনা অথবা ইসবগুলের ভুষি কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। থকথকে হয়ে যাওয়ার পর মুখে ১৫-২০ মিনিট লাগিয়ে রাখতে পারেন।


চোখের কালি দূর করতে :

*শসা বা আলু ছেঁচে চোখের ওপর ২০ মিনিট রেখে দিন। ব্যবহৃত টি ব্যাগ কিছুক্ষণ চোখের ওপর রেখে দিলেও কাজে দেবে।


*বাঁধাকপি সেদ্ধ করে তার পেস্টও চোখে লাগিয়ে রাখতে পারেন।


*পেস্তাবাদাম বাটার সঙ্গে অল্প মধু লাগিয়ে ব্যবহার করলেও চোখের কালি দূর হয়।


*করলা হালকা ছেঁচে চোখের ওপর দিয়ে রাখতে পারেন।