অ্যান্ড্রয়েড স্মার্টফোন হুয়াই মোবাইল আবারও একটি অতি আকর্ষণীয় স্মার্টফোন নিয়ে এল বাজারে৷ চিনের মোবাইল ফোন নির্মাতা হুয়াই তাদের Huawei P11 বাজারে আসতে চলেছে এই বছরই৷ তবে, এখনও অবধি তেমন তথ্য ফাঁস না হলেও কয়েকটি বিষয় জানা গিয়েছে ফোনটির সম্পর্কে৷
১) আইফোন X-স্টাইল স্ক্রিন নচ
২) ফেস আনলক
৩) স্ক্রিন রিজলিউশন- 4000 x 4000
৪) রিয়ার ক্যামেরা ৪০মেগাপিক্সেল
৫) ব়্যাম ৮জিবি, ১২৮জিবি অবধি স্টোরেজ ক্ষমতাসম্পন্ন
৬) গুগল ডে ড্রিম সাপোর্ট
৭) অক্টা কোর প্রসেসর
৮) ৫.৫ইঞ্চি ডিসপ্লে
৯) ডুয়াল সিম
১০) ৮মেগাপিক্সেল ফ্লন্ট ক্যামেরা, ওয়াইড অ্যাঙ্গেল সেলফি
সংস্থার তরফে জানানো হয়েছে চলছি বছরের ২৫ফেব্রুয়ারি ফোনটি লঞ্চ করবে৷ যদিও এর দাম এখনও নির্ধারিত হয়নি৷ এই ফোনটির দামও ভারতীয় টাকায় ৫০হাজারের কাছাকাছি থাকবে বলেই আশা করা হচ্ছে৷ তবে, অনলাইনে বুক করার অপশন রয়েছে৷
প্রসঙ্গত, হুয়াইয়ের আগের মোবাইল সেটটির নম্বর ছিল হুয়াই P10৷ যার দাম ছিল ৪০হাজার টাকার কাছাকাছি৷ তবে, এবার এই নয়া মডেলটির দাম হয়তো এর আশেপাশেই থাকবে বলে মনে করা হচ্ছে৷ গত বছরের শুরুতেই লঞ্চ হয়েছিল হুয়াই পি১০৷